কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
গতকাল গভীর রাতে পশ্চিম বাংলার বর্তমান জেলার মালী পাড়ার রথ তলা এলাকার দামোদর নদের তীরে মাঠের খ্যাতের ধার থেকে একটি অচেনা তরুনীর আধপোড় দেহ পাওয়া যাওয়া ঘটনা কে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে আধপোড় মহিলার পরিচয় জানা যায়নি। মৃত তরুনীর বয়স ১৮,বৎসরের, কাছাকাছি বলে মনে করেন এলাকা বাসি। সাধারণত মানুষের ধারণা হচ্ছে এই তরুনীকে পাশবিক অত্যাচার করে মেরে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। কারণ মৃত তরুনীর পাশে পাওয়া গেছে জারকিন ও দেশলাই। এদিন খুব সকালে ঘুম থেকে উঠে এই এলাকার বাসিন্দা শ্রী দেবাশীষ মন্ডল প্রতিদিনের মতো মাঠে যায় চাষ আবাদ দেখার জন্য। তিনি যখন দামোদর নদের চর ধরে যাচ্ছিলেন তখন তিনি প্রথমে দেখতে পান এই আধ পোড়া তরুনীর দেহ। তিনি প্রথমে খবর দেন পাড়া প্রতিবেশীর। তারা ছুটে আসলে, খবর দেওয়া হয় বর্তমান থানায়। সেই খবর শুনে ছুটে আসেন বর্তমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর শ্রী কল্যাণ সিঙ্হ আই পি এস ও ডি এস পি এবং বর্তমান থানার আই সি শ্রী পিন্টু সাহা। তবে পুলিশের সন্দেহ এই তরুনীকে পাশবিক অত্যাচার করে বাইরে থেকে মেরে ফেলে এখানে ফেলে রেখে চলে গেছে। মৃতদেহ কে ময়না তদন্ত জন্য পাঠানো হয়েছে। এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে সব ধরণের খবর নিয়ে আসামি কে ধরার চেষ্টা করছে। এই ঘটনা কে কেন্দ্র করে বিরোধী দলের অভিযোগ যে যখন অন্য রাজ্যে এমন ঘটনা ঘটে তখন এই রাজ্যের শাসক দল চুপ কেন। তবে শাসক দলের পক্ষ থেকে ও প্রশাসনিক দিক দিয়ে সব ধরনের ব্যাবস্থা নেওয়া হবে অপরাধীদের বিরুদ্ধে বলে জানিয়েছে।