ডন ডেস্ক:-
স্কুল বন্ধ কিন্তু বন্ধ হয়নি প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা।তবু্ও মাস শেষে মোটা অংঙ্কের বেতন পাচ্ছি।কিন্তু বিদ্যালয় টার কি অবস্থা এক বারও কি ঘুড়ে এসেছি ,এ কথাটি হয়তো বা এক বারও মনে করছেন না।যে বিদ্যালয়টার সরকারি বেতন দিয়ে আপনার পরিবারবর্গের সুখে শান্তিতে দিন চলে।সে বিদ্যালয়টি আজ আপনার একটু অবহেলার কারনে হয়ে পরেছে গরু,ছাগল আর খর খুটোর বাসস্থান।আপনার বাসায় একটি গাছের কয়েক টি সবুজ পাতা পরে থাকলে,হয় তো বা সেটি পরিষ্কার করার জন্য বারবার কাজের লোকটিকে আদেশ করবেন,একটু দেরি হইলে চোখ রাঙ্গিয়ে বলবেন,মজুরি দিবো না কাজ ঠিক মতো করিস না।সেটা আপনার মানবতা। আর যে বিদ্যালয়টা আপনার কারনে অপরিষ্কার ডাস্টবিনে পরিনিত হয়ে আছে,সেটা দেখার মতো আপনার সময় নেই।তাহলে সেটাই কি আপনার মানবতা।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি