নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি।। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনিবার বেলা সাড়ে ১০ টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২৫০ শয্যার বিপরীতে ২৭৭ জনে। আগের দিন যেখানে রোগীর সংখ্যা ছিল ২৪৩ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, শয্যা না থাকায় রোগীদের বারান্দায় মেঝেতে রাখতে হচ্ছে। প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা কঠিন হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে আজ শনিবার (৩ জুলাই) চলমাম লকডাউনের তৃতীয় দিনে কুষ্টিয়া শহর ও শহরতলিতে ছোট ছোট কিছু গণপরিবহন চললেও শহরে মানুষের চলাচল ছিল কম।ব্যবসা প্রতিষ্ঠানও ছিল বন্ধ।করোনা সংক্রমন বিস্তাররোধে আইন শৃঙ্খলাবাহিনীগুলো ছিল বেশ তৎপর।এসময় বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ০৯ টি মোবাইল কাের্ট অভিযান, ৪২ টি মামলা ও ৪৪ জনকে অর্থদন্ডে ৬৩,৪০০ টাকা জরিমানা করেন। সংক্রমক রোগ প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এই মোবাইল কাের্ট অভিযান পরিচালিত হয়।আজ শনিবার (৩ জুলাই) পিসিআর ল্যাব ও সিভিল সার্জন অফিস কুষ্টিয়া এর তথ্যমতে জেলায় ৬০৯ টি নমুনা পরিক্ষায় ১৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এসময় ০৫ জন করোনা পজিটিভ রোগী মৃত্যুবরন করেন। এখন পর্যন্ত জেলায় ৬৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬১হাজার ৩৮৫ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৩৬৮ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৬১ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ১০৭ জন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি