মোঃমেরাজুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি:-
পঞ্চগড়ে গত কয়েক দশক থেকে কদম ফুল মানুষের অন্তরে সুপরিচিত হিসেবে স্থান করে নিয়েছে। ষড়ঋতুর /বর্ষার আগমনের সাথে সাথে প্রকৃতিকে যেন সৌন্দর্য উপহার দেয় কদম ফুল। সেই সাথে বর্ষার আগমন ঘটে অসাধারণ মনোমুগ্ধকর কদম ফুল ফোটার মধ্যে দিয়ে। মুগ্ধ করে তোলে তার সুন্দর্য মানুষের মনকে।গত কয়েক বছরে এ ফুল টি পঞ্চগড় জেলার আনাচে- কানাচে ব্যাপক হারে দেখা যেত ,কখনো রাস্তার ধারে বা স্কুল- কলেজ মাঠে ময়দানে কিংবা গ্রামের রাস্তা গুলোতে,কিন্তু বর্তমানে তা খুব কমই চোখে পরছে।যদিও এ জেলা জুরে দু একটি গাছের দেখা মিলে, আর তেমনই কদমের ফুল ফুটতে দেখা যায় পঞ্চগড় জেলার কিছু কিছু জায়গায় জুরে । দেখতে মনে হয় প্রকৃতি যেন সেজেছে আজ কানের দুলে কদম ফুল দিয়ে। এই ফুল পথচারীদের একবার হলেও নজর কাড়ে নেয়। কেউ কেউ কচি ফুল সংগ্রহ করে প্রিয়জনকে উপহারও দেন। আষাঢ়ের শুরুর আগে থেকে এবার বর্ষাকাল শুরু হয়েছে। গাছে গাছে ফুটতে শুরু করেছে সুন্দরীবান্ধব কদম ফুল। বাতাসে দোল খাওয়া কদম ফুলের তালে তালে পাখিরাও নেচে আজ পাগলপারা।গাইতে থাকে মিষ্টি সুরে গান। বহু বিখ্যাত কবিতা ও গান রয়েছে বর্ষাকাল আর কদম ফুল নিয়ে। কিন্তু সেই চিরচেনা ফুল আগের মত গ্রামে তেমন একটা চোখে পড়েনা বর্ষার এ কদম ফুল। ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে চিরচেনা বর্ষার কদম ফুলটি। কদম ফুল বর্ণে, গন্ধে, সৌন্দর্যে এদেশের ফুল গাছগুলোর মধ্যে অন্যতম। এ গাছের উচ্চতা হয় সাধারনত চল্লিশ থেকে পঞ্চচ ফুট, কদম গাছের পাতা লম্বা, উজ্জ্বল সবুজ ও চকচকে। সারাদেশে শহর থেকে শুরু করে গ্রামে-গঞ্জে সবুজ পাতার মাঝে সাদা-হলুদ গোলাকৃতির কদম ফুল ফুটতে থাকে।কিন্তু আজ সেই সৌন্দর্যময় মনোমুগ্ধকর ফুলটি আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি