নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ উদ্ধার।গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়া একটি মাছ ধরার ট্রলার সাগরের চরে ধাক্কা খায় এবং টালমাটাল হয়ে ডুবে যায়।জম্বু দ্বীপের কাছে। কোন রকম ধীবরা ঝাপিয়ে পড়ে প্রানে বেচে যায়। খবর পেয়ে উদ্ধার করতে আসে পাচটি মাছ ধরার ট্রলার। অনেক কস্ট করে টেনে নিয়ে আসে সাগরদ্বীপ এর কাছে। তবে এর আগে এমন ঘটনা ঘটেছে এই জম্বু দ্বীপ এলাকায়। প্রতিবছর জীবনের ঝুঁকি নিয়ে ঘর বর্ষায় ধীবররা মাছ ধরতে যায় গভীর সমুদ্র। তখন তাদের সামনে আসে নানা বিপদ। তার মধ্যে দিয়ে জীবিকার টানে যেতে হয় সাগরে। দীর্ঘদিন ধরে বসে থাকার পর এই মাস থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার ও পূর্ব মেদিনীপুর জেলার ধীবররা মাছ ধরতে পাড়ি দিতে গিয়েছে গভীর সমুদ্র।