নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় করোনা রুগীদের ১০০টি অক্সিজেন সিলিন্ডার, হাই ফ্লো নজেল ক্যানোলা ১০ পিস, অক্সিমিটার ৬৬ পিস, অক্সিজেন ফ্লু মিটার ১০০ পিচ প্রদান করেন। জেলা প্রশাসকের আহবানে আজ বিকেলে বিআরবি গ্রুপের পক্ষ থেকে জেলা প্রশাসক সাইদুল ইসলামের হাতে এগুলো তুলে দেওয়া হয়।
কোভিড ১৯ সংক্রমণের আক্রান্তদের অক্সিজেন দিয়ে বাঁচানোর দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। আর্ত মানবতার সেবাই কুষ্টিয়া ২৫০ শ্যয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাই -ফ্লো নজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন । আজ কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে বেলা ৪ টার সময় বিআরবি ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি একটি দল কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম , পুলিশ সুপার খাইরুল আলম, সদর হাসপাতালের আরএম ডাঃ তাপস কুমার সরকারের হাতে (অক্সিজেন সিলিন্ডার ১০০ পিস, হাই-ফ্লো ক্যানোলা ১০ পিস,অক্সিমিটার ৬৬ পিস,অক্সিজেন ফ্লো মিটার ১০০ পিস, বুঝিয়ে দেন । এই সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাঈদুল ইসলাম বলেন, করোনাকালীন এই ক্রান্তিলগ্নে মানবতার সেবাই বিআরবি ইন্ডাস্ট্রিজ লিঃ এগিয়ে এসেছেন। আপনারা জানেন প্রতিনিয়ত কুষ্টিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং অক্সিজেন সিলিন্ডারের যাতে কোনো ঘাটতি না হয়। সমাজের বিত্তবানদের মানবতার সেবাই এগিয়ে আসতে হবে। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাঈদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, এনএসআই'র যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার, কুষ্টিয়া প্রেসক্লাবে কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, বিআরবি ইন্ডাস্ট্রিজ লিঃ এর জিএম জেনারেল রিপন কুমার দাস,জিএম এডমিন সামসুজ্জামান,জিএম অপারেশন আসাদুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামানসহ উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি