মোঃমেরাজুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি:-
মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে সর্বউওরের জেলা শহর পঞ্চগড়,এ জেলার উপর দিয়ে বয়ে চলেছে মোট ছোট-বড় মিলে (২৭) টি নদী।যার মধ্যে রয়েছে,পঞ্চগড় সদর ৮টি,দেবিগঞ্জ ৩টি,বোদা ২টি,আটোয়ারি ৫টি,তেঁতুলিয়া ৯টি।কিন্তু কাল ও সময়ের পরিবর্তনের কারনে এসব নদীর গভীরতা আজ বিলুপ্ত হতে চলেছে। ১৯৮০ সালের ১লা ফ্রব্রুয়ারী তেঁতুলিয়া,পঞ্চগড়, বোদা,দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলা নিয়ে পঞ্চগড় জেলা গঠিত হয় রাজনগড়,মিরগড়,ভিতরগড়, দেবেনগড় ও হোসেনগড় নামে পাঁচটি গড়ের সমন্বয়ে গঠিত এই পঞ্চগড়।এ জেলার মোট আয়তন ১৪০৪.৬২ বর্গ কি:মি: এবং ২০১১ সালের জনসংখ্যা এবং গৃহায়ন জরীপ অনুয়ায়ী মোট জনসংখ্যা ৯,৮৭,৬৪৪ জন ।এই পঞ্চগড়কে সম্পূর্ণভাবে নদী বেশিষ্ট একটি জেলে বলা যেতে পারে। উল্লেখযোগ্য নদীগুলোর নাম-
পঞ্চগড়ে সদর,,,,,,
১।করতোয়া নদী
২।তালমা নদী
৩।চাওয়াই
৪।পাঙ্গা নদী
৫।করুম নদী
৬।পাম নদী
৭।সুই নদী
৮।যমুনা নদী
দেবীগঞ্জ ,,,,,,,,,,
১।মরা তিস্তা নদী
২।আএাই নদী
৩।ভুল্লী নদী
বোদা,,,,,,,,,,,,,,,
১।ঘোড়ামারা নদী
২।পাথরাজ নদী
আটোয়ারী,,,,,,,,
১।নাগর নদী
২।সিংগিয়া নদী
৩।বহুনদী
৪।রসেয়া নদী
৫।টাঙ্গন নদী
তেঁতুলিয়া,,,,,,,,
১।মহানন্দা নদী
২।ডাহুক নদী
৩।তীরইন নদী
৪।রনচন্ডি নদী
৫।বেরং নদী
৬।জোড়াপানি নদী
৭।শাঁওর নদী
৮।ভেরসা নদী
৯। গোবরা নদী
জেলার তিনদিকেই ১৮৩ বেষ্টিত বাংলাদেশ -ভারতীয় সিমান্ত অঞ্চল। এবং এ জেলার উপর দিয়ে বয়ে গেছে পাহারী অনেক নদী করতোয়া,ডাহুক,মহান্দ,তালমা,পাঙ্গা এবং চাওয়াই নদী ছাড়াও অনেক নদী।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি