ডন ডেস্ক:-
আর এটাই হল জীবন। লোকে বলবে "লাশের" পা টা একটু সোজা করেন। "লাশকে" একটু বরফে রাখলে ভালো হয়। "লাশকে" কবরে নেয়ার সময় হয়েছে। তখন কেউ আর নাম ধরে ডাকবেনা। ডাকবেনা ম্যেডাম, আর স্যার বলে। বলবে শুধুই একটা "লাশ"। অনেকে আবার চেহেরাটাও দেখবেনা, রাতে ভয় পাবে বলে। কতইনা কষ্টের হবে সেই সময়টা, যখন আপনার আপন জনেরাই আপনাকে কাঁধে নিয়ে ঘর থেকে বের করে বাড়ীর পাশে অন্ধকার একটা জায়গার দিকে নিয়ে যাবে। যেই জায়গার পাশ দিয়ে হয়ত আপনি হাজার বার বন্ধুদের নিয়ে হাঁসতে হাঁসতে পথ চলেছিলেন। আমরা সেইদিন দেখবো, শুনবো, কিন্তু কিছুই বলার থাকবেনা। কতইনা অসহায় হবে সেই দিনটি। ইয়া আল্লাহ, আমরা স্বীকার করছি,আমরা অনেক গুনাহগার। এই জীবনে বুঝে, না বুঝে অনেক অপরাধ করেছি কিন্তু তুমিতো দয়াবান করুণাময় আল্লাহ্। ইয়া আল্লাহ, আমরা সকল পাপ থেকে তোমার দরবারে তওবা করছি, ক্ষমা চাচ্ছি। তুমি দয়াকরে আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। সুম্মা আমিন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি