ডন ডেস্ক:-
আব্দুল খালেক ফকির এর সেজো ছেলে, আল-আজাদ এর আপন সেজো মামা ও কুষ্টিয়া বাস মিনিবাস মালিক সমিতির সিনিয়র কর্মচারী মোঃ আরাফাত হোসেন আজ বিকেল ৪ ঘটিকার সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মাগরিব বা"দ মঙ্গলবাড়িয়া বাজার বায়তুল আমান জামে মসজিদে তার জনাজার নামাজ অনুষ্ঠিত হয়, জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের ভাগ্নে হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ। জানাযায় নামাজ শেষে মরহুম আরাফাত হোসেন কে বাড়াদী গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্যঃ-মরহুম আরাফাত হোসেন দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যা জনিত রোগে ভুগছিলেন। আজ একটি ছোট্ট ৬ বছর বয়সী কন্যা সন্তান ও ১০ বছর বয়সী ছেলে সন্তান রেখে নিজ পরিবার কে এতিম করে প্রভুর ডাকে সারা দিয়ে পরলোক গমন করেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি