ডন ডেস্ক:-
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা মানবতা মানবিকতার অসাধারণ সাহসী একজন কর্মকর্তার জলন্ত উদাহরন সৃষ্টি করলেন । গতকাল ৯.জুলাই শুক্রবার করোনায় ঐ উপজেলার একজন নারীর মৃত্যু হলে গোসল ও দাফন করানো কাউকে খুজে পাচ্ছিলেন না মরহমার আত্মীয় স্বজনরা। তখন কাউখালীর ইউএনও মোসাম্মৎ খালেদা খাতুন রেখা এগিয়ে এসে গোসল কাফন করিয়ে সকলের কাছে শ্রদ্ধা অসীম সাহসের প্রতীক হয়ে ফুটে উঠলেন । এ ছাড়া ও এই সাহসী নারী নিজে হ্যান্ড মাইক নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারনা করে যাচ্ছেন। এলাকার সাধারন মানুষ এ ইউএনও মহোদয়’ র সেবায় সুনাম অর্জন করেছেন কৃত কর্মে গুনে।অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।