নিউজ দাতা মনোয়ার ইমাম:-
৫০,জন, জন ভারতীয় কূটনৈতিক কে নিরাপদে ভারত ফিরতে হচ্ছে। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের আশি ভাগ এলাকা জুড়ে দখল করে নিয়েছে তালিবান এর জৈইষী মহম্মদ বাহিনীর দখল করে নিয়েছে। যায় মধ্যে আফগানিস্তান এর দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও মাজাইরি ই শরিফ সহ হেলমন্দ প্রদেশ সহ জালালাবাদ শহরের অধিকাংশ যায়গা দখল করে নিয়েছে তালিবান। আফগানিস্তান এর রাজধানী কাবুল দখল করতে আফগানিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তিব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালিবান। কাবুল দখল করতে সবক্ষেত্রেই লড়াই চালিয়ে যাচ্ছে তালিবান। তালিবান মিলিয়েশিয়া সদস্যরা কাবুল শহর থেকে প্রায়, ৫০,মাইল, দূরে আছে। আফগানিস্তান সরকার কর্তৃক সেনাবাহিনীর সদস্যরা তালিবান মিলিয়েশিয়া সদস্যদের রুখতে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আফগানিস্তান থেকে আমেরিকার সেনাবাহিনীর সদস্যরা দেশে ফিরে যাচ্ছেন। এইমত অবস্থায় দিশেহারা আফগানিস্তান এর সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যদের রুখতে আকাশ পথে ও স্থলপথে যুদ্ধ শুরু করেছে। কিন্তু ভারী কামান ও বিমান বিদ্ধস্ত মিসাইল নিক্ষেপ শুরু করেছে তালিবান মিলিয়েশিয়া। শেষ খবর পাওয়া পযন্ত জানা গেছে ভারতের কূটনৈতিকদের নিরাপদে ভারত সরকার ফিরিয়ে নিয়ে আসছে। সেই সঙ্গে ভারত থেকে প্রায় তিন হাজার মানুষ বিভিন্ন কাজে আফগানিস্তানের কান্দাহার ও বিভিন্ন যায়গায় আছে তাদের কে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার। তবে আফগানিস্তানের পরিস্তিতি যা তাতে আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছে। যদি আফগানিস্তানের ক্ষমতায় আসে তালিবান মিলিয়েশিয়া তাহলে ভারতের পক্ষে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা কঠিন হয়ে পড়বে। তখন ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের মদতে তালিবান মিলিয়েশিয়া দেশ চালাবে এটি বলার অপেক্ষা করে না।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি