নিউজ দাতা মনোয়ার ইমাম:-
প্রতি বছর ন্যায় এই বছর উত্তর প্রদেশের হরিদ্বারে
গঙ্গা নদীতে স্নান সারলেন প্রায়, ৭০,লক্ষ, ভক্ত। সারা ভারতের বিভিন্ন যায়গায় যখন কোভিড কোরনা ভাইরাস আক্রান্ত জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাকে বুড়ো আঙ্গুল দিয়ে ফুৎকারে উড়িয়ে ভারতের বিভিন্ন যায়গায় থেকে আগত প্রায়, ৭0,লক্ষ, ভক্ত গঙ্গায় পূর্ণ স্নান সারেন। ভারতের বিভিন্ন যায়গায় থেকে আগত সাধুবাবাদের কোভিড পরিক্ষার জন্য প্রায়, ১২,টি, এন জি ও স্বাস্থ্য সংস্থার দায়িত্ব দেয়া হয়েছিল তাদের কে কোরনা পজিটিভ আছে কি না পরিক্ষা করার জন্য। কিন্তু মহা পূর্ণ স্নান হয়ে যাওয়ার পর জানা যায় যে, সমস্তো এন জি ও স্বাস্থ্য সংস্থার দায়িত্ব দেয়া হয়েছিল ভক্তদের কোভিড পরিক্ষার জন্য তা বেশী ভাগ ভূয়া এন জি ও। এই নিয়ে অভিযোগ তুলেছেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা শ্রী বিপিন মিত্তাল। যা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন উত্তর প্রদেশের হরিদ্বার জেলা প্রশাসক শ্রী রবিশঙ্কর প্রসাদ। এই ঘটনা কে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন যায়গায়। কারণ সারা ভারতের বিভিন্ন যায়গায় কোরনা ভাইরাস আক্রান্ত এর জেরে যখন লকডাউন চলছে, তার মধ্যে কেমন করে, ৭0,লক্ষের, বেশি সাধু বাবা ঘেশাঘেশি করে ও গাদাগাদি করে গঙ্গায় পূর্ণ স্নান করলেন। যখন অন্য সম্প্রদায়ের মানুষ সভা সমাবেশ অনুষ্ঠিত করার অনুমতি পান না, তাহলে কি করে, ৭০,মানুষ, ও সাধুবাবারা এখানে আসার অনুমতি পেলেন। তাহলে এক দেশে দুই রকম নিয়ম চলছে কি তার উত্তর কি কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশের সরকার দেবেন প্রশ্ন তুলেছেন আম আদমি।