ডন ডেস্ক:-
মানবতার সেবক কাউন্সিলর শাহিন উদ্দিন
কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন উদ্দিন প্রতিশ্রুতি বাস্তবায়নে কথা রেখেছেন অসহায় বৃদ্ধ মহিলার। ৯০ বছরের বৃদ্ধ মহিলা সখিনা খাতুন এর ইচ্ছে পূরণ করতে কাউন্সিলর শাহিন উদ্দিন নিজ অর্থায়নে একটি টিনের চালার ঘর নির্মাণ করে দিয়েছেন। গতকাল কাউন্সিলর শাহিন উদ্দিন বৃদ্ধ মহিলা সখিনা খাতুন কে নির্মাণকৃত ঘর বুঝিয়ে দেন। প্যানেল মেয়র শাহিন উদ্দিন বলেন,১৪ নং ওয়ার্ডের বাসিন্দা সখিনা খাতুন বয়স ৯০ স্বামী মৃত আরশেদ আলী গ্রাম জুগিয়া মীরপাড়া, তিনি দীর্ঘদিন একটি পরিত্যক্ত বাড়িতে থাকতেন পলিথিন দিয়ে ওই ঘরে বসবাস করতেন বিষয়টি আমার নজরে আসলে তাকে একটি দোচালা টিনসেট ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন বলে জানান। তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে নিজেকে সৌভাগ্য- বান মনে করছি, আগামী দিনে ওয়ার্ডবাসীর নাগরিক অধিকার বাস্তবায়নের পাশাপাশি, পৌরবাসী কে তাদের নাগরিক অধিকার ও সেবা দিতে কাজ করে যাব।