নিউজ দাতা মনোয়ার ইমাম:-
বাংলাদেশ সরকারের পুলিশের কাছে তাড়া খেয়ে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লাখননৌতে আশ্রয় নেন কিছু সন্ত্রাসী, সেই খবর পৌঁছে যায় ভারতের গোয়েন্দা সংস্থা এন আই এ কাছে। তারা সেই খবর পৌঁছে দেয় উত্তর প্রদেশের পুলিশের স্পেশাল ফোর্সেস কাছে। সেই খবর নিয়ে উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লাখননৌতে তে সন্ত্রাসী সংগঠন খোঁজ এ চিরুনি তল্লাশী চালায়। এবং কয়েক জন উগ্রবাদী কে ধরে ফেলে। সেখান থেকে খবর পৌঁছে দেওয়া হয় কলকাতা পুলিশের স্পেশাল ফোর্সেস কাছে। যে কলকাতার বুকে লুকিয়ে আছে বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষণা করা জে এম বি সদস্যরা। তাদের খোঁজ নিয়ে কলকাতা পুলিশের স্পেশাল ফোর্সেস এস টি এফ ফোর্স এর জয়েন্ট কমিশনার শ্রী ভি সালেমন নাসা কুমার আই পি এস কাছে। তিনি তার বাহিনী নিয়ে কলকাতা থেকে বাংলাদেশ নিশিদ্ধ সংগঠন জে এম বি সদস্যদের খোঁজ বার হন। কলকাতা বুক থেকে জামাতুল মুজাহিদিন এর তিন সদস্যকে গ্রেফতার করে। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে। ধৃত তিন সদস্য হলেন, মোঃ নাজির রহমান, মোঃ সাবির, মোঃ রিয়াজুল। ধৃত ব্যক্তিদের জিগাসা করে জানার চেষ্টা করছে তাদের সঙ্গে কারা কারা যুক্ত আছেন। সেই সাথে তাদের সাথে ভারতের কোন কোন উগ্রবাদী সংগঠন যুক্ত আছে তাদের খোঁজ খবর নিতে শুরু করা হয়েছে। এদের সাথে ভারতের জম্মু ও কাশ্মীরের কোন উগ্রবাদী সংগঠন যুক্ত আছে কি না তার জানতে চাইছে এন আই এ। তবে বাংলাদেশের জাতীয় সরকার চাপে ও বাংলাদেশ পুলিশের চাপে পড়ে এরা ভারতের সীমান্ত অতিক্রম করে পশ্চিম বাংলায় ঠাই নিয়েছে। তবে এদের সাথে পশ্চিম বাংলার কোন উগ্রবাদী সংগঠন যোগ আছে কি না তা জানার চেষ্টা করছে কলকাতা স্পেশাল ফোর্সেস সদস্যরা।সম্প্রতি পশ্চিম বাংলার মুরশিদাবাদের ঘটনা ও মালদহ জেলার বিভিন্ন ঘটনা এরা জড়িয়ে আছে কি না তা জানার চেষ্টা করছে কলকাতা স্পেশাল ফোর্সেস সদস্যরা।