নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আইনজীবী আরিফ জোয়ার্দার। আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ জোয়ার্দার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশরমার ও তার পুলিশের গুলিতে প্রায়, ২০,জন মুসলিম সম্প্রদায়ের যুবক ভূয়া এনকাউন্টারে মারা গেছেন বলে অভিযোগ আনলেন ভারতের মানবাধিকার কমিশনে। তার দাবি গত দুই মাস আগে অসম সরকারের ক্ষমতায় এসেছে বিজেপি। এবং অসম সরকারের মুখ্যমন্ত্রী হন শ্রী হিমন্ত বিশ্বশরমা। তিনি ক্ষমতায় আসার পর থেকে শুরু করে গত, ১,লা, জুন মাস থেকে গত রবিবার পযন্ত মোট কুড়ি জন মুসলিম সম্প্রদায়ের যুবক ভূয়া এনকাউন্টারে মারা গেছেন। কাউকে উগ্রবাদী ও কাউকে মাদক ব্যবসায়ী হিসেবে ধরে নিয়ে গিয়ে এনকাউন্টারে মেরে ফেলা হয়। এমন ঘটনা নিয়ে ভারতের মানবাধিকার কমিশনে কাছে তার তদন্ত ও বিচার চেয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ জোয়ার্দার। তার দাবি বিশেষ করে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের যুবকদের এনকাউন্টারে মারা হচ্ছে। কিছুদিন আগে অসম রাজ্যের কোকড়াঝাড় ও নওগাঁ জেলার এমন একটি ঘটনা ঘটে। যা নিরপরাধ মুসলিম সম্প্রদায়ের যুবক কে ভূয়া এনকাউন্টারে মারা হয়। তার দাবি পুলিশ কেন এমন কাজ করছে তার বিচার চেয়েছেন। আরিফ জোয়ার্দার এর অভিযোগ ভিক্তিতে তদন্ত সঠিক ভাবে হবে কি না সেটাই দেখার। এদিকে অসম পুলিশ ও অসম রাজ্যে সরকার আরিফ জোয়ার্দার দাবি কে উড়িয়ে দিয়েছেন। অসম পুলিশের দাবি উগ্রবাদী ও মাদক ব্যবসায়ী কোন জাত পাতের হয় তা জানা যায় না। কেউ যদি উগ্রবাদী ও মাদক ব্যবসায়ী কে ধরতে যান তখন যদি উগ্রবাদী ও মাদক ব্যবসায়ীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি চালায় তখন পুলিশ নিজেদের জীবন বাঁচাতে পাল্টা গুলি চালায়। তবে অসম রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ যে বিজেপি শাসিত রাজ্যেতে ভালো আছেন তা একেবারে ঠিক নয় বলে অভিযোগ আনলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ জোয়ার্দার।