নিউজ দাতা মনোয়ার ইমাম:-
প্রথম দড়িতে টান দেবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাট্টা নায়ক। প্রতি বছর ন্যায় আজ জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে। সেই উপলক্ষে উড়িষ্যার পুরীর মন্দির থেকে প্রথম রথের চাকাতে টান দেবেন উড়িষ্যার প্রাদেশিক মুখ্যমন্ত্রী নবীন পাট্টা নায়ক। এখানে পুরীর মন্দির থেকে যে রথ বের হবে সেখানে রথের মধ্যে বসে আছেন শ্রী শ্রী জগন্নাথ দেব মাঝে দেবী শুভদ্রা ও পাশে অবস্থিত শুভদ্রার বড় ভাই বলরাম। এই রথযাত্রা উপলক্ষে উড়িষ্যার বিভিন্ন যায়গায় যেমন রথের চাকা ঘুরতে থাকবে। তেমনি পশ্চিম বাংলার নদীয়ার মায়াপুর থেকে ইসকোন এর রথের দড়িতে টান দেবেন এখানকার পুরোহিত মশাই। কলকাতার ইসকোন এর রথের চাকাতে ঘোরাতে দড়িতে টান দেবেন কলকাতার ইসকোন এর প্রধান পুরোহিত। আজ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ভারতের সকল মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাস্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তা ও কোভিড কোরনা বিধি মোতাবেক চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রশাসনের পক্ষ হতে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি