মোঃমেরাজুল ইসলাম,পঞ্চগড়:-
পঞ্চগড় সদর উপজেলার,৫ নং চাকলাহাট,৬ নং ওয়ার্ড,শিংরোধ প্রধান পাড়া গ্রামে রাস্তার পাশে জুয়া খেলার আসর বসে, দিনে দুপুরে,সকাল-বিকাল কিংবা রাতের আধারে।রাস্তা দিয়ে চলাফেরা করলেই,খুব সহজেই যে কেওর চোখে পরে বা দেখতে পাওয়া যায় এই জুয়া খেলার আসর। বিশেষ করে এ খেলায় আসক্ত হচ্ছে নবম/দশম শ্রেণীর ছাএ কিংবা ১৮-৩০ বছরের যুবক। গ্রামের সম্মানিত ব্যাক্তিবর্গ এ খেলা গুলো খেলতে বাঁধা দিলেও তা মানছে না কেও।আবার অনেক সময় সাধারন ভাবে, যে কেও এ জুয়া খেলায় বাধা দিলেও উল্টো গালি শুন্তে হয়।এবং এ সব জুয়া বা বাজি খেলা হাজার হাজার টাকার খেলা হয়ে থাকে,বলে এ খেলার প্রতি আরও নতুন নতুন যুবক আসক্ত হচ্ছে,আবার কখনো কখনো এদের মাঝে দেখা যায় দেশ-বিদেশের খেলার ম্যাচ গুলোতে হাজার হাজার টাকার বাজি ধরে মোবাইল কিংবা টেলিভিশনের পর্দায় দেখানো ম্যাচ গুলোতে।যার ফলে তারা নিজে ও তাদের পরিবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বলে স্থানীয় ও তাদের পরিবার সূত্রে জানা গেছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি