নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ ভারতের রাজস্থান এর দৌসায় একটি বিজেপির জনসভায় ভাষন দিতে গিয়ে বিজেপি সংসদ সদস্যা শ্রী মতি সাধ্বী মহারাজ বলেন যে, সারা ভারতের যে ভাবে জনসংখ্যার হার বেড়ে চলেছে তার নিয়ন্ত্রণ দরকার হয়ে পড়েছে। তাই নয় এন ডি এ পরিক্ষার মাধ্যমে এন ডি এ পরিক্ষা করে জন্মনিরোধক করার উপায় বের করা উচিত। এটি নিয়ে আগামী দিনে সংসদে একটি বিল আনা হবে। তার দাবি কি হিন্দু, কি মুসলিম সকল কে মানতে হবে জন্মনিরোধক ব্যবস্তা। এবার থেকে একটি পরিবারের দুই টি বেশি সন্তানের বেশি নিতে পারবেন না। এর ভিক্তর নিরভর করে জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে সাহায্য করবে। তার দাবি দিনের পর দিন ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তা নিয়ন্ত্রণ করা দরকার। নতুবা একদিন সবকে ছাপিয়ে যাবে মুসলিম জনসংখ্যা। তিনি বলেন মুসলিম জনসংখ্যা এন ডি এ সম্পূর্ণ আলাদা। কারণ তারা গো মাতার গোস খায়। তাদের এন ডি এ সঙ্গে হিন্দু ভাইদের এন ডি এ এক হতে পারে না। তিনি এই বিষয়ে রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলত কে সতর্ক করে দেন। তিনি যেন তার রাজ্যের জনসংখ্যার নিয়ন্ত্রণ রাখেন। কিছু দিন আগে একটি মুসলিম জাগরণ মঞ্চ থেকে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ সভাপতি শ্রী মোহন ভগৎ বলেছিলেন যে ভারতের মুসলিম ভাইদের বাদ দিয়ে ভারত ভাবা যায় না। তিনি বলেন যে মুসলিম ভাইরা গরুর মাংস খায় সেটা তাদের খাদ্য। কিন্তু হিন্দু সনাতন ধর্ম এ গরু কে পূজা করে। ভারতের হিন্দু ও মুসলিম ভাই ভাই এদের মধ্যে সম্পর্ক কিছু রাজনৈতিক দল খারাপ করে দিচ্ছেন। এটা বাঞ্চনীয় নয়। কিন্তু আজ ভারতের রাজস্থান এর ধৌউসা তে সম্পূর্ণ উল্টো পথে হাটলেন সন্ঘপরিচালক সদস্যা ও বিজেপি নেত্রী ও বিজেপি সংসদ সদস্যা শ্রীমতী সাধ্বী মহারাজ। তার এই বক্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করেন রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারতের জাতীয় কংগ্রেস নেতা শ্রী অশোক গৌলত। তিনি বলেন তার রাজ্যের মধ্যে এমন আইন আনবেন না। রাজস্থান রাজ্যের হিন্দু ও মুসলিম ভাই বোনরা পাশাপাশি থাকবেন। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা ও শক্তি কে মাথা চাড়া দিতে দেবেন না।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি