নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আফগানিস্তান দলের জন্য শেষ লড়াই শুরু হয়েছে কাবুলের কাছে। আফগানিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তিব্র প্রতিরোধ গড়ে তুলেছে। আফগানিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আকাশ পথে ও স্থলপথমাত্রক লড়াই শুরু করে দিয়েছে। তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের দখলে ইতিমধ্যে আফগানিস্তানের আশি ভাগ এলাকা, এর মধ্যে গুরুত্বপূর্ণ যায়গা কান্দাহার ও হেলমান্দ প্রদেশ ও জালালাবাদ তোরাবোরা এলাকা মাজাইরি শরিফ সহ উত্তর ও পশ্চিম দিকে সব এলাকা দখল করে নিয়েছে। আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা কান্দাহার বিমান বন্দর নগরী দখল করে নিয়েছে। শুধু মাত্র কাবুল দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে দেখা গেছে আফগানিস্তানের সেনাবাহিনীর সদস্যদের। ভারী কামান ও রকেট লঞ্চার ও এন্ট্রি ইয়ারক্যাফ মিসাইল ও ভারী মেশিন গান নিয়ে লড়াই করতে দেখা গেছে। তবে এই নিয়ে ভারতের দিল্লিতে অবস্থিত আফগানিস্তানের রাস্ট্র দূত আমানুল আফগানি ভারতের কাছে দাবি করেন যে এই পরিস্তিতিতে তারা যেন আফগানিস্তান এর তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের নিয়ে শান্তি জন্য আলোচনা করেন। কিন্তু তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা ইতিমধ্যে আফগানিস্তানের সাধারণ মানুষের কাছে আবেদন করেন যে, পুরুষ মানুষ যেন দাড়ি রাখেন। এবং মহিলারা যেন হেজাপ পরেন। স্বামীর সাথে ছাড়া কোন মহিলা যেন বাড়ির বাইরে পা না রাখেন এমন ফতুয়া দিয়েছেন। যায় ফলে বহু মানুষের মধ্যে চিন্তার ভাজ পড়েছে কপালে।