নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর সভার মেয়র জাসদ নেতা আনোয়ারুর কবির টুটুল প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়ে ভিজিএফ এবং করোনাকালীন দূর্যোগে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রীর বস্তায় নিজের নাম ব্যবহার করার খবর পাওয়া গেছে। পৌরবাসী মেয়রের এই কান্ড দেখে অবাক হয়েছেন। এটি রীতিমত প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি অবজ্ঞা ছাড়া কিছু নয়। পৌরবাসী বলেন, এটি প্রতারনাও বটে। সারাদেশে ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ভিজিএফ এর চাউল ও নগদ অর্থ সকল পৌরসভা ও ইউনিয়নে বিতরণ চলছে। সেখানে চাউলের বস্তায় লেখা রয়েছে ‘প্রধানমন্ত্রীর উপহার’। অথচ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা এর ব্যতিক্রম। জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুল প্রধানমন্ত্রীর নাম লিখতে নারাজ। তিনি নিজেই নিজের নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করেছে যা রাষ্ট্রদোহীতার শামিল। সরকার প্রধানের স্থলে নিজের নাম ব্যবহার করায় ভেড়ামারা পৌরবাসীসহ কুষ্টিয়ার সর্বস্তেরর মানুষ মেয়রের প্রতি ঘৃনা ও প্রতিবাদে ফুঁসে উঠেছে। বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ। এ বিষয়ে কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃনাল কান্তি দে এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি