নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে আজ করোনাকালীন দুঃসময়ে অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রধান অতিথি হিসেবে তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্বউল আলম হানিফ এমপি। এর আগে তিনি গণমাধ্যমকর্মীদের মাঝে বলেন, প্রধানমন্ত্রীর উপহার নিয়ে এসেছি কুষ্টিয়ার শহর এবং গ্রামের কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে। শেখ হাসিনা যতদিন থাকবেন একজন মানুষও না খেয়ে থাকবে না। কাউকে খাবারের কষ্টে থাকতে হবে না। হানিফ আরও বলেন, যতদিন করোনাকালীন এই দুর্যোগ থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য এবং আর্থিক সহায়তা অব্যাহত রাখবেন। জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী ফারুক উজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার। আড়াই হাজার নারী পুরুষের মাঝে এই খাদ্য সরবরাহ করেন। এছাড়াও মাহবু্বউল আলম হানিফ এমপি জেলা প্রশাসকের সভাকক্ষে করোনা ভাইরাস সংক্রমনজনিত কারনে সাময়িক ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক সাংস্কৃতসেবীদের এককালীন সহায়তার চেক প্রদান করেন।