নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আর এক বৎসর বাকি নেই। সব জল্পনা ও কল্পনা কে সরিয়ে রেখে আগামী বিধানসভা নির্বাচনে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিঙহ কে সামনে রেখে বিজেপি ও আম আদমি পাটি এবং আকালি দল বাদলের বিরুদ্ধে লড়াই করতে চলছে ভারতের জাতীয় কংগ্রেস। এমন একটি ইঙ্গিত দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার জন্য ভারতের জাতীয় কংগ্রেস পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ ভারতের জাতীয় কংগ্রেস নেতা শ্রী হরিশ রাওয়াত। বেশ কিছু দিন হল পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিঙহ এর সাথে ঐ রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও ভারতের প্রক্তন ক্রিকেটার শ্রী নভজ্যোত সিঙ্হ সিধুর বিনাবনা হচ্ছে না। তাই দুজনের মধ্যে ঝামেলা কে ঠান্ডা করতে আসরে নেমেছে ভারতের জাতীয় কংগ্রেস ও সাবেক উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হরিশ রাওয়াত ও সাবেক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী কমল নাথকে। ভারতের জাতীয় কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ক্যাপ্টেন অমরিন্দর সিঙহ সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে শ্রী কমল নাথ কে ভারতের জাতীয় কংগ্রেস পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখা যাবে। সেক্ষেত্রে ভারতের জাতীয় কংগ্রেস কষাধাক্ষ্য পদ দিয়ে শ্রী পবন বনসল কে সরিয়ে দিয়ে অন্য দায়িত্ব দিতে পারে। কারণ কিছু দিন হল ভারতের বিভিন্ন যায়গায় কৃষক বিরোধী বিলের বিরোধীতায় দিল্লিতে কৃষকদের পাশে থাকতে দেখা যায়। এবং পাঞ্জাব রাজ্যের সব কৃষকদের ব্যাঙ্কের দেনা মকুব করে দিয়েছে তার সরকার। যায় জন্য কৃষি প্রধান ভারতের পাঞ্জাব প্রদেশের কৃষকদের বড় অংশ তার পিছনে থাকার কারণে তার জয় অনেটা নিশ্চিত করে ফেলেছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি