নিউজ দাতা মনোয়ার ইমাম:-
উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশ খালি এলাকার সরবেড়িয়াতে ইয়াস ঘূর্ণিঝড় এর ত্রাণ বিতরণ করতে গিয়ে স্হানীয় তৃনমূল দলের নেতা শেখ সাজাহান বাহিনীর হাতে নিগৃহীত হলেন পশ্চিম বাংলার গ্রন্থগার দপ্তর এর ক্যাবিনেট মন্ত্রী ও পশ্চিম বাংলার জমিয়তে ওলামা হিন্দের সভাপতি জনাব সিদ্দিকুল্লা চৌধুরী। এই জঘন্য ঘটনার প্রতিবাদে আজ সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করবে জমিয়েত। ঘটনার সূত্র পাত কলকাতা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সন্দেশ খালির সরবেড়িয়াতে ত্রাণ সামগ্রী নিয়ে যায় মন্ত্রী সাহেব। সেই সময় তিনি দেখেন কিছু মানুষ জড়ো হয়ে গাড়িটি ঘিরে রেখেছে। এবং ঐ গাড়ি থেকে ত্রাণ সামগ্রী জোর পূর্বক নিতে চাইছে সরবেড়িয়াতে। মন্ত্রী নেমে আসে এবং তাদের বলেন যে এই ত্রাণ সামগ্রী ইয়াস ঘূর্ণিঝড় এর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আনা হয়েছে। তাদের কে দিতে দিন। কিন্তু তারা কোন কথা শুনতে চায় না। তখন মন্ত্রী ও তার ত্রানের গাড়ি ঘিরে ঝামেলা সৃষ্টি করে। এবং জোর করে ত্রাণ সামগ্রী লুঠপাট করতে গেলে মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী সঙ্গে ধাক্কাধাক্কি বেধে যায়। তখন মন্ত্রী দেহরক্ষী জনাব মুক্তার আহমেদ কে ধাক্কা মেরে ফেলে দেয়। এবং মন্ত্রী সঙ্গে থাকা ডাইভার কে হেনস্তা করা হয়। এবং ত্রাণ সামগ্রী গাড়ির চাবি কেড়ে নেয় সরবেড়িয়ার তৃনমূল দলের নেতা শেখ সাহাজানের লোকজন। খবর পেয়ে ছুটে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট জেলা পুলিশ সুপার শ্রী জবি থমাস আই পি এস। পশ্চিম বাংলার জমিয়েতের সভাপতি ও পশ্চিম বাংলার গ্রন্থগার দপ্তর এর মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী ঘটনা স্থান ছেড়ে চলে যান বাসন্তীর উদ্দেশ্যে। এর পর ঘটনা স্হান ফাকা হয়ে যায়। এই ত্রাণ সামগ্রী গাড়ির চাবি কেড়ে নেওয়া ও মন্ত্রী কে হেনস্তা করার প্রতিবাদ করেন পশ্চিম বাংলার জমিয়েত ওলামা হিন্দের পক্ষ থেকে। এই ঘটনার দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান। আজ ঐ ঘটনার প্রতিবাদ এ আজ সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করবে দলের পক্ষ থেকে। বসিরহাট জেলা পুলিশ সুপার শ্রী জবি থমাস আই পি এস জানান যে, মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন তার আগাম খবর পুলিশের কাছে ছিল না। এই ঘটনার দোষী তৃনমূল দলের নেতা শেখ সাজাহান জানান যে মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী ত্রাণ সামগ্রী নিয়ে বেচে বেচে কিছু মানুষ কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করা নিয়ে আমাদের সাথে ওনার কথা কাটাকাটি হয়। তবে ওনাকে হেনস্তা করা হয়নি। দলের বাইরে গিয়ে এমন কাজ করলে দলের নেতা ও কর্মীরা তার প্রতিবাদ করবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি