ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় পূর্বশত্রুতার জের ধরে আপন ছোট ভাইয়ের দুটি গরুকে বিষ প্রয়োগে হত্যা করে বড় ভাই নিজেই থানায় জিডি করেন। এ ঘটনায় বড় ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃত মো.আনোয়ার পারভেজ (৩৬) কুষ্টিয়া জেলার মিরপুর থানার মজলিশপুর গ্রামের অজের আলী ফকিরের ছেলে। শনিবার (১৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুপার (এসপি) মো.খাইরুল আলম এ তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি আরো জানান, কুষ্টিয়া জেলার মিরপুর থানার মজলিশপুর গ্রামের বাসিন্দা মো.রফিকুল ইসলাম গত ১৪ জুলাই প্রতিদিনের মতো রাতের খাবার শেষে রাত ৮ টার দিকে তার বসত বাড়ীর গোয়াল ঘরের তালা বন্ধ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ১৫ জুলাই ঘুম থেকে উঠে সকাল ৬ টার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার লাল রংয়ের গরু দুটি মৃত অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে ১৭ জুলাই সকালে মিরপুর থানায় একটি অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।মামলা নং ১০। এরই ধারাবাহিক তায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো.খাইরুল আলমের নির্দেশে মিরপুর থানার একটি চৌকষ টিম তদন্ত কালীন সময়ে বাদীর আপন বড় ভাই মোঃ আনোয়ার পারভেজকে জিজ্ঞাবাদের জন্য আটক করে। জিজ্ঞাবাদের এক পর্যায়ে মো.আনোয়ার পারভেজ গরু হত্যার বিষয়টি স্বীকার করে জানায়, দীর্ঘ দিন যাবত তার ছোট ভাই মামলার বাদী রফিকুল ইসলামের সাথে জায়গা- জমি এবং টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকায় আসামী আনোয়ার পারভেজ ঘটনার ৫/৭ দিন পূর্ব থেকে বাদীকে ক্ষতি করার পরিকল্পনা করে।সে মোতাবেক গত ১৪ জুলাই বিকাল ৫ টার দিকে পার্শ্ববর্তী ধুবইল ইউনিয়নের মিজান মোড়ে একটি কীটনাশকের দোকান থেকে ১১০ টাকায় ২৯ টি গ্যাস ট্যাবলেট ক্রয় করে এবং রাত ৮ টার দিকে তার ছোট ভাই ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১০ টার দিকে কৌশলে আনোয়ার পারভেজ তার ভাইয়ের গোয়াল ঘরে রাতের আধারে প্রবেশ করে গরুর খাবারের চাড়ার মধ্যে ৪ টি গ্যাসের ট্যাবলেট ঘাসের সাথে মিশিয়ে দেয়। বাকী ট্যাবলেট গুলো বাড়ীর পাশের পুকুরে ফেলে দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরে ছোট ভাই রফিকুল ইসলাম ও তার স্ত্রী গোয়াল ঘরে যেয়ে গরু দুটি মৃত দেখতে পেয়ে ডাক-চিৎকার দিতে থাকলে আসে পাশের লোকজন এসে বিষয়টি দেখে ফেলে। পরে আসামী আনোয়ার পারভেজ উক্ত ঘটনা থেকে নিজের দ্বায় এড়াতে গরুর মালিককে না জানিয়ে মিরপুর থানায় একটি জিডি করেন। এসপি মো.খাইরুল আলম আরো জানান, এ ঘটনায় আটক আসামী মো.আনোয়ার পারভেজকে আদালতে প্রেরন করা হয়েছে। আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। আদালত আসামীকে জেল হাজতে পাঠিয়েছে।