নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইসলাম শেখ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার (২১শে, জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় লাহিনী বিশ্বাসপাড়ায় তার নিজ বাসভবনে মারা যান তিনি। জানা যায়, গত (১৩ই, জুলাই) তিনি করোনায় পজিটিভ হলে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। এ ছাড়াও তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনী ও নানাবিধ সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস ইত্যাদি নানাবিধ জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শহরজুড়ে চলছে শোকের মাতম। করোনা মহামারীতে সরকারি বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী এবং ব্যক্তিগত অর্থায়নে গরিব-দুঃখীদের পাঁশে দাঁড়িয়েছেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর ইসলাম শেখ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি