ডন ডেস্ক:-
নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহের আলী ৪০ নামে এক জন নিহত এবং ৬ জন গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কয়েন বাজার এলাকায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহের আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত সৈয়দ মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ঢাকা থেকে অবিক্রয়কৃত গরু বোঝাই ট্রাকটি কুষ্টিয়ার উদ্দেশ্যে আসছিল। পথে কয়েন বাজার এলাকায় আসলে ড্রাইভার ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি