ডন ডেস্ক:-
নিজের কাছে থাকা রাইফেল মাথায় ঠেকিয়ে গুলিতে সাইফুল ইসলাম (২৭) নামের পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ২১ জুলাই ভোররাত সাড়ে চারটার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া কবুরহাট গ্রামে। রতনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বলেন, সাইফুল দায়িত্বরত অবস্থায় নিজের রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্য সদস্যরা এগিয়ে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) রাফিউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, সাইফুল ইসলাম চলতি বছরের জানুয়ারিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ফরিদা খাতুনকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করলে পুরো ঘটনা জানা যাবে।