ডন ডেস্ক:-
সোমবার (২৬ জুলাই) জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম,পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয় জেলা পুলিশ কুষ্টিয়ার সার্বিক কল্যাণে অফিসার ফোর্সের আবেদন নিবেদন শ্রবণ,এবং উক্ত আবেদনের উপর কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা,ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা,গোপনীয়তা রক্ষা,স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা,জনসাধারণের সহিত উত্তম ব্যবহার,সরকারী মালামাল যথাযথভাবে রক্ষনাবেক্ষন ও সঠিক ব্যবহার নিশ্চিতসহ মাদক,দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। একই সাথে সকলকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব মনে করে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ ইয়াছির আরাফাত,অতিরিক্ত পুশিল সুপার,ভেড়ামারা সার্কেল এবং মোঃ আজমল হোসেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার,মিরপুর সার্কেল,সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও ১,পুলিশ হাসপাতালের প্রতিনিধি, আর ও আইসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।