নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়ার ভেড়ামারায় ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুস সাত্তার এবং একই ব্যাংকের আরেক কর্মকর্তা তুহিন রেজার বিরুদ্ধে জামায়াতের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, আব্দুস সাত্তার ও তুহিন রেজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃত্বে ছিলেন। সেই বিবেচনায় তাদের ইসলামী ব্যাংকে নিয়োগ পান। জামায়াতের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত মোতাবেক আব্দুস সাত্তার ভেড়ামারা উপজেলা আর তুহিন রেজা দৌলতপুর উপজেলায় জামায়াতের কর্মীদের দেখভাল ও তাদের যাতে মনোবল ভেঙ্গে না যায় সেদিকে আর্থিকসহ সার্বিক বিষয়ে সংগঠিত করার কাজে নিয়োজিত। ইসলামী ব্যাংক ভেড়ামারা শাখার ম্যানেজার আব্দুস সাত্তার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গায় হলেও বাস করেন কলেজ মোড়ে সনো টাওয়ার পেছনে। তার বাসাতে প্রায়ই জামায়াতের গোপন বৈঠক বসে। বিতর্কিত বক্তা বর্তমানে কারান্তরে আটক আমীর হামজাসহ অনেকেই এসেছেন গোপন বৈঠকে। এই বাসাতে গত ২৪ জুলাই ভেড়ামারা আদর্শ কলেজের ইসলামী সংস্কৃতি শাখার শিক্ষক, সাবেক শিবির ক্যাডার বর্তমানে ভেড়ামারা উপজেলা জামায়াতের রোকন নুরুল আমিন, সাবেক শিবির ক্যাডার, ভেড়ামারা পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার কর্মকর্তা ও দৌলতপুর উপজেলায় ছাত্র শিবিরের রাজনীতি সংগঠিত করার দায়িত্বে সাবেক শিবির ক্যাডার তুহিন রেজা, দৌলতপুর উপজেলার জামায়াত নেতা গোলাম মোস্তফা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা তারেক হাসানসহ জামায়াত-শিবিরের বর্তমান ও সাবেক নেতাদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আমীর হামজাসহ জামায়াত ও শিবিরের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির কর্মপরিকল্পনা নির্ধারণ, ফান্ড তৈরী, মহিলা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গোপন বৈঠকের সিদ্ধান্ত হয়।
ব্যাংকের চেয়ারে বসে ব্যবসায়ীদের ঋন সুবিধা দেওয়ার প্রলোভনে দলে টানার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তারের বিরুদ্ধে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার দায়ে দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপনগর গ্রামের আলম মৃধার ছেলে নাহিদ হোসেস পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে বন্দী। ব্যাংক কর্মকর্তা আব্দুস সাত্তার নাহিদের বাড়িতে নিয়মিত আর্থিক সহায়তা ও তাদের মুক্তির জন্য বৈঠক অব্যাহত রেখেছেন। এবার ঈদেও তাদের দেখভাল করেছেন ব্যাংক কর্মকর্তা আব্দুস সাত্তার। ব্যাংক কর্মকর্তার চেয়ারে বসে যুবকদের দলে দলে ডেকে এনে তাদের ধর্মের নামে বিপথগামী করছেন। জামায়াত শিবিরকে আবার রাজনৈতিকভাবে সুসংগঠিত করার কাজে মরিয়া হয়ে উঠেছেন ভেড়ামারা ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুস সাত্তার। শিবিরের এই সাবেক সভাপতি ব্যাংক কর্মকর্তার ছদ্মাবরণে অফিসে ও বাসায় একের পর এক সরকারবিরোধী গোপন বৈঠক অব্যাহত রেখেছেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী।