ডন ডেস্ক:-
জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মোঃ নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, দৌলতপুর’র সহযোগিতায় দৌলতপুর থানার চৌকস অফিসার ফোর্সদের সমন্বিত প্রচেষ্টায় দৌলতপুর থানাধীন খাস মথুরাপুর সাকিনস্থ পিপলস্ ডিগ্রী কলেজ মেইনগেটের সামনে প্রাগপুর -ভেড়ামারাগামী পাঁকা রাস্তার উপর হইতে অদ্য ইং ০৭/০৮/২০২১ তারিখ সকাল ০৯:২০ ঘটিকার সময় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম (২৭), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-আম্বিয়া খাতুন, সাং-ষোলদাগ (বাধপাড়া, হাসপাতাল রোড), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, বর্তমান ঠিকানা-স্ত্রী-মোছাঃ রহিমা খাতুন, শশুর-আব্দুর রহমান, সাং-ক্ষেমিরদিয়াড় বিশ্বাসপাড়া (সমিতির মোড়), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াপূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি