নিউজ ডেস্ক:-
মঙ্গলবার (১০ আগস্ট) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইদ্রিস আলীকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে এবং কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা থেকে এস,এম আশরাফুল আলমকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে এবং জেলা গোয়েন্দা শাখা থেকে মোঃ মমিনুল ইসলামকে সদর সার্কেল অফিসে বদলি করা হয়েছে। কুষ্টিয়া সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মোঃ রকিব উদ্দিনকে ডি-স্টোর কুষ্টিয়া পুলিশ লাইন থেকে কুষ্টিয়া লাইন ওয়ার এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম সরকারকে টিআই (প্রশাসন ও অর্থ) পুলিশ অফিস কুষ্টিয়ার দায়িত্ব পালনের পাশাপাশি ডি-স্টোর পুলিশ লাইন কুষ্টিয়ায় অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।