স্টাফ রিপোর্টার:-
আজ বিকালে কুষ্টিয়া রথখোলা মন্দিরের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন ও কুমারখালী, দৌলতপুর, মিরপুর উপজেলা থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তার বলেন, সারা দেশ অস্থীতি শীল করার জন্য, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকরের উন্নয়নে দেশ যখন এগিয়ে চলছে তখন কিছু সাম্প্রদায়ীক অপশক্তি দেশের সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা করে বাড়িঘর ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট এবং মন্দির ও প্রতিমা ভাংচুর সহ খুন, নারীর শ্লীলতা হানি করছে, মিথ্যা সংবাদ প্রচার করে বিভিন্ন স্থানে এ হেন নেক্কারজনক ঘটনা করে চলেছে। অপরাধীদের কেও ধরা পড়লেও উল্লেখযোগ্য শাস্তি দেখা যায় না। এ অবস্থায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী র দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি যেন প্রকৃত অপরাধীদের দৃষ্টান্ত মূলক সাজা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ সুধীর কুমার শর্মা।