বিশেষ প্রতিনিধি:-
(সাধারণ মানুষের আনন্দ প্রকাশ ও মিষ্টি বিতরণ)
ষড়যন্ত্রের জাল ছিন্ন করে হয়রানি মুলক মামলা থেকে জামিন পেলেন সাবেক জেলা ছাত্র লীগের তুখোড় নেতা।এ ঘটনায় আনন্দ উচ্ছাস প্রকাশ করে মিষ্টি মুখ করেছেন মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। ঘটনার বিবরণে জানা যায়, মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ এলাকার নিবুন ফকিরের ছেলে সাহাবুল এলাকার চিন্হিত বিএনপির সমর্থক।গত ২২/৭/২০২১ ইং তারিখে এবারের কোরবানির ঈদে গরু বিক্রিতে লোকসান বিষয়ক কথা বার্তা হয় সাহাবুলের সাথে একই এলাকার মৃতঃ আকমল মৃধার ছেলে খোকন মৃধার। উভয়ের মাঝের ঠাট্টার ছলের কথা এক পর্যায়ে রুপ নেয় বাকবিতন্ডায়, পরদিন সকালেই বিষয়টি মিমাংসা করার জন্য সাহাবুলের চাচা হোসেন, বাবা নিবুল ফকির, জামসের এবং খোকনের শশুর সমঝোতা করে দেয়। বিষয় টি এখানেই শেষ হলেও এলাকার একটি কুচক্রী মহল এ ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করে উক্ত এলাকার মোঃ শহিদুল মৃধার পুত্র কুষ্টিয়া জেলা ছাত্র লীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক এস,কে চঞ্চল ও তার নিকট আত্মীয়দের বিপাকে ফেলতে চঞ্চল সহ ৭ জনের নাম উল্লেখ করে একটি মারামারি ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে, এ মামলায় গত ৩ তারিখে এস,কে,চঞ্চল কে জেলহাজতে প্রেরণ করা হয়।এ বিষয়ে উক্ত এলাকাবাসীরা বলেন,চঞ্চল একজন ছাত্র লীগের পরিক্ষিত নেতা ছিলেন , দলের যে কোনো দুঃসময়ে তিনি দলের পাশে থেকেছেন, সব সময় তিনি এলাকার তরুনদের নিয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে অবদান রেখে চলেছেন, তার মতো একজন একনিষ্ঠ আওয়ামী পরিবারের কর্মীকে বিনাদোষে জেলহাজতে পাঠিয়ে চক্রান্তকারীরা চেয়েছিলো ষড়যন্ত্রের জাল বুনতে, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে,সত্যের জয় ঠিকই হয়,ব্যার্থ হয় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র,গতকাল কুষ্টিয়ার বিজ্ঞ আদালত এস,কে চঞ্চল কে জামিনে মুক্তি দিয়েছেন।
এদিকে ছাত্র লীগের সাবেক তুখোড় ছাত্র নেতা এস,কে চঞ্চলের মুক্তির খবরে গৌড়দহ গ্রামে খুশির বন্যা বয়ে যায়,তাকে বরন করতে জেলা কারাগারে ছুটে যান অনেকে,অনেকে আবার এলাকার রাস্তায় রাস্তায় অপেক্ষা করতে থাকেন, কখন আসবে তাদের ভালোবাসার চঞ্চল। এসময় চঞ্চলের মুক্তির খবরে মিষ্টি মুখ করেন এলাকাবাসী।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি