ডন ডেস্ক:-
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় মানুষের মুক্তির কথা চিন্তা করেছেন।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ।বঙ্গবন্ধু তার নিজের কথা চিন্তা করেননি। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন বিধায় আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।আজকে তিনি নেই।ঘাতকের নির্মম বুলেটের আঘাতে স্বপরিবারে তিনি শাহাদত বরণ করেছেন।যার কারনে আমরা অভিভাবক শূন্য হয়ে পরেছিলাম।আজকে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে বঙ্গবন্ধুর সে শূন্যতা পূরণ করেছেন। রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,আজকে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে আমরা তার ও পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।
এ সময় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ নাজমুল আরেফীন,সহাকারী প্রধান শিক্ষক শাহজালাল, প্রভাষক মোঃ আসাদুজ্জামান সহ কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের সাধারন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রমুখ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি