নিউজ ডেস্ক:-
কুষ্টিয়া হরিপুর বোয়ালদাহ কুরাইশ মজিদের সামনে একই এলাকার নিরিহ ভ্যান চালক মিজান ( ৫৩)কে। বিনা কারণে রাত্রে পিটায়ে পুকুরে ফেলেন কিশোরগ্যাং মাদক সেবনকারীরা। মাদক ব্যাবসায় সহ যোগীতা না করায় বিপদগ্রস্ত জীবন যাপন করছে এবং কিশোরগং লালন পালনকারী হাটশ-হরিপুর ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ী আজিম। আমিজ হাটশ-হরিপুর ইউনিয়নের মহাসিন ফকিরের ছেলে। গতকাল রাতে হরিপুর বোয়ালদাহ কুরাইশ মজিদের সামনে নিরিহ ভ্যান চালক মিজান ( ৫৩)কে বিনা কারনে পিটিয়ে পুকুরে ফেলে দেন আজিম ও তার কিশোরগ্যাং বাহেনী। (১ নং মহাশিন ফকিরের ছেলে আজিম (২৬) বোয়ালদাহ সরকারী প্রাথমিক স্কুলের পিছনের রশিদের ছেলে। (২ নং পিয়াস (২০)। (৩ নং হরিপুর মাট পাড়ার আজিবারের ছেলে আসিক (২২) ও আরো আনেকে, এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আশা করি সুস্থ তদন্ত করবে।