নিজস্ব প্রতিবেদকঃ-
বেসরকারী সংস্থা ইমাম গাজ্জালী (র:) সমাজ উন্নয়ন
সংস্থা প্রতিবছরের মতো এই বছরও বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি গ্রহণ করে। সেই লক্ষ্যে গতকাল ১৭ আগষ্ট-২০২১ইং রোজ মঙ্গলবার বিকাল ৪.০০ টায় কুষ্টিয়া শহরের থানাপাড়া নতুন কুঁড়ি স্কুলের সামনে ছাত্র/ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। ছাত্রদের হাতে গাছের চারা তুলে দেন ইমাম গাজ্জালী
(র:) সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাও: শায়খ মুহাম্মদ আব্দুল আউয়াল,উপদেষ্টা হাজী মালেক রানা, সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক গণ অধিকার
পত্রিকার সম্পাদক মীর নাসের আহমেদ ইমরান, কৃষিবিদ মোঃ আব্দুল মোমিন।সহযোগিতা করেন শাহ্ সাব্বিউর আহসান, সজিব আহেমদ মিয়া। বক্তারা বলেন,আমাদের পৃথিবী সুন্দর রাখার দায়িত্ব
আমাদেরই। সে জন্য একে বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্বও আমাদের। বাড়েছে মানুষ; বাড়েছে কার্বন-ডাই অক্সাইড। কাটা হচ্ছে গাছ; উজার হচ্ছে বনা। ফলে অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের
ভবিষ্যৎ। গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃতিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। তবে গাছ লাগানো নয়, গাছ কাটার দিকেই আমাদের ভ্রুক্ষেপ বেশি লক্ষ্য করা যায়। আমাদের পরবর্তী প্রজন্মকে একটি বসবাস উপযোগী পৃথিবী উপহার দেওয়ায়ই আমাদের দায়িত্ব। প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প কোন মাধ্যম হতে পারে না। একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও পরবর্তী প্রজন্মকে এই চেতনাবোধে জাগ্রত করা। ফলজ, বনজ ও ঔষুধী গাছের শতাধিক চারা বিতরণ করা হয়।