ডন ডেস্ক:-
কুষ্টিয়া জেলা ই,বি থানাধীন ঝাউদিয়া ইউনিয়ন খোদ্দ বাখইল গ্রাম থেকে গাঁজা গাছসহ মোঃ হাসিবুল (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গল বার ভোর ৬ ঘটিকার সময় ই,বি থানা ঝাউদিয়া ইউনিয়ন খোদ্দ বাখইল গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ০৫ ,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১৮ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ই,বি থানা ঝাউদিয়া ক্যাম্প পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউদিয়া ক্যাম্প অফিসার ইনচার্জ মোঃ গোলাম হোসেন এস আই এর নেতৃত্বে একটি পুলিশ টিম মঙ্গল বার ভোর ৬টার সময় খোদ্দ বাখইল গ্রামে অভিযান চালিয়েছিলি জাবেদ মন্ডলের ছেলে হাসিবুলকে আটক করা হয়। এসময় আটককৃতর বসত বাড়ির ভিতর থেকে একটি কাচা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। ই,বি থানা পুলিশ গাঁজা গাছসহ আটককৃত হাসিবুলের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়ছে
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি