ডন ডেস্ক:-
কুষ্টিয়া ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মোঃ হরফ মন্ডলের ছেলে রায়হান মন্ডল(৪৫) অনেক দিন যাবৎ তিনি বিভিন্ন হাটে গরু ক্রয় বিক্রয় করতেন।প্রতিদিনের মত আজকে গরু ক্রয়ের উদ্দেশ্য ঝিনাইদহের দিকে রওনা দিলে একদল অজ্ঞান পার্টি তাকে পথের মধ্যে অজ্ঞান করে নগদ ২,০০,০০০ টাকা ছিনিয়ে নেন। তার অবস্থা খারাপ দেখে স্থানীয় লোকজন তাকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করেন।তার পরিবারের লোকজন জানায় আজ সকাল ১১:৩০ মিনিটে আমরা সংবাদ পায়। পরিবারের লোকজন আরো জানায় গতকাল ব্যাংক থেকে ২,০০,০০০ টাকা লোন নিয়েছে ভালো করে ব্যাবসা করবে বলে।তার পিছে লোক লেগে থেকে এই টাকা গুলো ছিনিয়ে নিয়েছে। তবে তার জ্ঞান ফিরলে আমরা সব জানতে পারবো।