ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় র্যাবের পৃথক ২ টি অভিযানে হেরোইন ও জাল টাকা সহ ৪ জন গ্রেফতার হয়েছে। জানা যায়, র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের চৌকষ আভিযানিক দল ১৯ আগস্ট ২০২১ ইং তারিখ আনুমানিক দুপুর দেড়টার সময় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শিলাইদহ পদ্মা ঘাটের পাশে অভিযান পরিচালনা করে ১২ গ্রাম হেরোইন- যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা,৩ টি মোবাইল ফোন, ২ টি সীমকার্ড, নগদ-৯২০/- টাকা এবং ১ টি মোটর সাইকেল সহ কুষ্টিয়া সদর থানাধীন কোর্টপাড়া কলেজ মোড় এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ রানা (২৯) ও একই এলাকার ইমরান শাহ রতন (৩০) কে গ্রেফতার করা হয়। অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৫ টার সময় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের আরেকটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বারখাদা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা, ১ টি মোবাইল ফোন,২ টি সীমকার্ড, নগদ-৬৯১০/- টাকা ও জাল ৬৫০০/- টাকা সহ কুষ্টিয়া সদর থানাধীন বারখাদা এলাকার মৃত মহর প্রামানিকের ছেলে জসিম (৩৫) ও একই এলাকার তকছেদ মালিথা (৫৫) কে গ্রেফতার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানা ও কুমারখালী থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার সদর থানা ও কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন,এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।