স্টাফ রিপোর্টার:-
আজ ১৯ আগষ্ট, ২০২১ ইং রোজ বৃহঃষ্পতিবার সন্ধা ০৭:০০ ঘটিকার সময় “বীর মুক্তিযোদ্ধা সাঁতারু ডাঃ কানাই লাল স্মৃতি পাঠাগার” মঙ্গলবাড়ীয়া বাজার, কুষ্টিয়া এর কার্যালয়ে প্রয়াত কানাই লাল শর্মা’র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথী ছিলেন..বিশিষ্ট গবেষক, লেখক এবং সাঁতারুর ঘনিষ্ট জনাব মোঃ আমজাদ হোসেন.., বিশেষ অতিথী ছিলেন জনাব নব কুমার বিশ্বাস স্বপন/ বক্তারা বলেন, সাঁতারু কানাই লাল শর্মা ছিলেন একাধারে ক্রীড়াবিদ, সমাজ সংগঠক ও কর্মী, সাহিত্য সেবক, এবং দেশপ্রেমিক সাঁতারু যোদ্ধা, সাঁতার তার ছোটবেলা থেকেই রক্তে মিশে ছিল। তাই যখন দেশ পাক হানাদার মুক্ত করতে বাংলার বুকে লড়াই করে চলেছে, তিনি তখন দৃঢ় প্রত্যয়ে কৃষ্ণ নগর চার্চ এর পুকুরে সাঁতারের জন্য ঝাপিয়ে পড়ে ছিলেন। তার লক্ষ্য ছিল একটাই, আমেরিকান সাঁতারু জন ভিসিগ ম্যান্ডের সর্বোচ্চ ৮৯ ঘন্টা ৩২ মিনিটের রেকর্ড অতিক্রম করে বিশ্বের বুকে বাংলার নামকে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করা। তিনি তা করেছিলেনও, টানা ৯০ ঘন্টা ১৭ মিনিট সাঁতরে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। শরনার্থী থাকা কালীন ” শরনার্থী সেবা সংঘ” গঠন করেছেন। স্বাধীনতার পর ‘মৎস্যজীবি সমবায় সমিতি’, স্বেচ্ছাসেবী সংস্থা- পিপাসা’র সভাপতি সহ কার্যকরী কমিটিতে ছিলেন। গঠন করেছিলেন ‘ মানব কল্যাণ ফাউন্ডেশন’, ছাত্রবন্ধু ফাউন্ডেশন। লিখতেন কবিতা, গান সে সব সুর করে গাইতেন।
ওঁ দিপিকা, অসীমের সন্ধান, আঁধারে আলো, ডাকবে যখন সহজ মানুষ শহীদ জিয়া, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ইত্যাদি বই প্রকাশ করেছেন। তিনি জেলা শিল্পকলা একাডেমীর তালিকা ভুক্ত সংস্কৃতি কর্মী ছিলেন। বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক প্রাইম এর জেলা প্রতিনিধি ও দি ডন নিউজ ২৪. কম এর সম্পাদক জনাব জাহিদুল হক ডন। জাতীয় দৈনিক ভোরের চেতনা
পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক সংগ্রামী কণ্ঠ এর সম্পাদক এবং ব্লু স্টার মডেল স্কুল এর চেয়ারম্যান আশরাফুল ইসলাম। ব্লু স্টার মডেল স্কুল এর পরিচালক জনাব মুনির মুনতাসিম ইমাম, আবির এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান আহমেদ আলী, তারাশংকর সরকার। সভাটি পরিচালনা করেন, কাজল শর্মা।