ডন ডেস্ক:-
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি ও বিপুল পরিমান মাদকসহ তরিকুল ইসলাম সেন্টু (৩৭) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে সীমান্ত রক্ষী বিজিবি। বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া সড়ক থেকে ম্যাগজিনসহ ১টি পিস্তুল, ২রাউন্ড গুলি, ৪কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।এসময় জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত মাদক পাচারকারী সেন্টুর একটি মোটরসাইকেল। আটক মাদক পাচারকারী বিলগাথুয়া গ্রামের মৃত আরজেদ আলীর ছেলে। বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ বিলগাথুয়া বিওপি’র টহল দল বিলগাথুয়া সড়কে অভিযান চালিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে মাদক পাচারকারী সেন্টুকে আটক করে।এসময় তার দেহ তল্লাশি করে ম্যাগজিনসহ ১টি পিস্তুল, ২রাউন্ড গুলি, ৪কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং জব্দ করে তার ব্যবহৃত মোটরসাইকেল। পরে মাদক পাচারকারী তরিকুল ইসলাম সেন্টু’র বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি