ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
গতকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাবুল থেকে ভারতের কূটনৈতিক সহ প্রায়, ১৫০,জন, মানুষ কে ভারতের সামরিক বাহিনীর বিমান, এ সি, ১৭, নিয়ে দেশে ফিরলেন। এর জন্য যে সমস্ত তালিবান মিলিয়শিয়ার যোদ্ধারা এই কাজে সাহায্য করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিদেশ দপ্তর এর মন্ত্রী শ্রী জয়শংকর। গত, ১৪,ই, আগস্ট যখন আফগানিস্তানের তালিবান মিলিয়শিয়ার যোদ্ধারা কাবুল দখল করে তখন থেকেই চিন্তা শুরু হয় ভারতের। কারণ আফগানিস্তানের তালিবান মিলিয়শিয়ার যোদ্ধাদের সঙ্গে ভারতের কোন রকম সম্পর্ক না থাকার কারণে যখনই কাবুল এর পত্তন হয় তার কিছু ক্ষন আগেই দেশ ছেড়ে পালিয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট জনাব আশরাফ গনি। তার মধ্যে কাবুল পুরো এলাকা দখল নেয় বিনা লড়াইয়ে আফগানিস্তানের তালিবান মিলিয়শিয়ার যোদ্ধারা। কাবুল বিমানবন্দর তাদের কব্জায় চলে আসে। তখন থেকেই চিন্তা বেড়ে যায় ভারতের। একদিকে দেশের কূটনৈতিক সম্পর্ক এর মানুষ জন কে ফিরিয়ে আনা । অন্যদিকে ভারতের আফগানিস্তানের কাজ করতে যাওয়া নাগরিকদের দেশে ফেরাতে ব্যাস্ততা। সবমিলিয়ে ভারতের মাটিতে প্রথম দফায় ভারতের কূটনৈতিক সম্পর্কের মানুষের ফিরিয়ে আনার পর। আজ সকালে ভারতের মাটিতে ফিরিয়ে আনলেন প্রায়, ১৫০,জন, ভারতীয় নাগরিক কে গতকাল কাবুল থেকে আসার সময় আবদুল হামিদ কারজাই বিমানবন্দর পযন্ত আসার সময় ভারতের নাগরিকদের পাহারা দিয়ে নিয়ে আসেন আফগানিস্তানের তালিবান মিলিয়শিয়ার যোদ্ধারা। তারা ভারতের কূটনৈতিক সহ, ২৪, টি গাড়ির কনভয়ে পাহারা দেয়। তারা যখন আফগানিস্তানের কাবুল বিমানবন্দর দিকে আসছিল তখন হাজার হাজার মানুষ বিভিন্ন দেশে ফিরে যাবার জন্য বিমানবন্দর এর বাইরের দিকে অপেক্ষা করতে থাকে। তবে ভারতের আফগানিস্তানের উন্নয়ন জন্য প্রায় তিন হাজার কোটি মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে যে পাচ শত প্রোজেক্ট এর কাজ চলছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চলেছে তা দেখার জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। সেই সঙ্গে আফগানিস্তানের তালিবান মিলিয়শিয়ার সরকারের পক্ষে থেকে পাকিস্তান ও চীনের এবং তুরস্কের সাথে যে কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে যাচ্ছে তার প্রভাব বিস্তার কতটা ভারতের উপর পড়বে তা জানা যাবে আফগানিস্তানের তালিবান মিলিয়শিয়ার সরকার পুরোপুরি গদিতে বসার পর।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি