ডন ডেস্ক:-
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ২১ আগস্ট ২০২১ ইং তারিখ রাত দেড়টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন নতুন আমদহ মসজিদ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাল ব্যান্ডরোল ২১,৮৪০ (একুশ হাজার আটশত চল্লিশ) টি, জাল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি- ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টি ও ব্যান্ডরোল বিহীন নকল ৯৭,৫০০(সাতানব্বই হাজার পাঁচশত) টি বিড়িসহ ১ জনকে গ্রেফতার করেছে এবং র্যাবের উপস্থিতি টেরপেয়ে ১ জন পালিয়ে যায় । গ্রেফতারকৃত আসামী দৌলতপুর নতুন আমদহ মসজিদ পাড়া এলাকার হযরত আলী মমিন মন্ডল (৩২) এবং পলাতক আসামী একই এলাকার মৃত-ফরহাদ মালিথার ছেলে গোকুল মালিথা (৪০)।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।