কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
পশ্চিম বাংলার বিধান সভার বিধায়ক শ্রী বিভাস সরদার এর ব্যাক্তিগত এম এল এ লেটার হেড রঙ্গিন করে ছাপিয়ে তা বিভিন্ন জনের মধ্যে টাকার বিনিময়ে বিতরণ করার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের চালতা বেরিয়া এলাকার ব্যানার্জীর চক থেকে শ্রী রাজু প্রামানিক নামে একটি ইস্কুল শিক্ষক কে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। আজ বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার জানান কিছু দিন হল ঔ ব্যাক্তি তার নামে বিধায়ক এর লেটার হেড ছাপিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ও কাজের যায়গায় টাকা ও পয়সার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। এই খবর তার কাছে আসতে তিনি বারুইপুর জেলা পুলিশ কে জানান এবং এদিন বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর থানার আই সি দেবপ্রসাদ রায়ের নির্দেশে বারুইপুর থানার চালতা বেরিয়া এলাকার ব্যানার্জীর চক এলাকা থেকে শ্রী রাজু প্রামানিক নামে ব্যাক্তি কে পুলিশ গ্রেফতার করে আজ বারুইপুর জেলা আদালতে পেশ করবেন। গ্রেফতার করা ব্যাক্তির কাছ থেকে প্রচুর পরিমাণে জাল বিধায়ক এর লেটার হেড উদ্ধার করা হয়েছে। এই কাজের সাথে কারা কারা যুক্ত ছিলেন তা খুজে বের করার জন্য তদন্ত করছে বারুইপুর জেলা পুলিশ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি