মোঃমেরাজুল ইসলাম,পঞ্চগড়ঃ
সর্বউওরের জেলা পঞ্চগড়, গত কয়েক বছর ধরে এ অঞ্চলের সুপারি দেশের বিভিন্ন জেলা শহর গুলোতে বাজারজাত করা হতো বলে এ অঞ্চলের সুপারি অনেক জন প্রিয় হয়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এ অঞ্চলের মানুষের নিজের প্রয়োজনসহ প্রতিবেশী কিংবা অতিথি বাড়িতে আসলেই শুরুতেই সমাদর করা হতো পান সুপারি দিয়ে। তাই এখান কার প্রত্যন্ত গ্রামঅঞ্চলের বেশির ভাগ মানুষের বাড়িতে দেখা যেত সুপারির গাছ ও সাথে পান গাছ। প্রয়োজনের পর বাড়তি সুপারি বাজারে বিক্রি করেও হতো মোটা অংকের লাভ। সময় ও কালের পরিবর্তনে বর্তমানে পঞ্চগড়ে ব্যপক জনপ্রিয় হয়ে উঠেছে সুপারির চাষ ও সুপারির সাথে পান চাষ। বাগান ভিত্তিক ছাড়াও এখন মানুষ আনাচে কাঁনাচে, অনাবাদিসহ আবাদকৃত জমিতে এমন কি আঙ্গিনাতেও সুপারি চাষ করছেন এলাকার লোকজন।বিনা খরচে মোটা অংকের আয় হওয়ায় ধীরে ধীরে বাড়ছে সুপারি চাষ। গত কয়েক বছরের তুলনায় এ বছর সুপারির বাজার মূল্য অনেক ভালো থাকায়,অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে সুপারির চাষ করছেন। জেলাতে মোট ৪৪৫ হেক্টর জমিতে ছোট বড় মিলে প্রায় ৫০০টি সুপারির বাগান গড়ে উঠেছে। এক একটি গাছে সুপারির ফলন ধরেছে ৩ থেকে ৪ পন।আর এ সুপারি বাজার জাত করা হয় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চলে সুপারি বেচাকেনা। সুপারি শেষ হতে না হতেই আবার ফল আশা শুরু করে,এ অঞ্চলের সুপারির জাত, স্বাদ, রং আকারে বড় হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি, তাই দামও আশানুরুপ। গত কয়েক বছরের তুলনায় এবছরে দাম পেয়েছে দ্বিগুন, প্রতি পন সুপারি বিক্রি হয়েছে ৪৫০শ থেকে ৫০০’শ টাকা। এ চাষে নেই কোন খরচ। লাভজনক ফসল হওয়ায় এ অঞ্চলের মানুষ সুপারি চাষে জনপ্রিয় হয়ে উঠেছে।সদর উপজেলার সুপারি চাষি মোঃফরহাদ হক (৩০) জানান, ‘গত কয়েক বছরের তুলনায় এ বছর সুপারি দাম ভালো, ৪০ হাজার টাকার সুপারি এবার ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে, আবার সুপারি গাছের সাথে পান চাষ করে বাড়তি আয় হচ্ছে বছরের পর বছর । এক খরচে প্রায় দুই আবাদ পরিসরে সুপারির বাগানের পরিধি বৃদ্ধি পাচ্ছে এলাকা জুরে। এই চাষে সেচ বা সার বীজ ব্যবহারের তেমন কোন প্রয়োজন হয় না, বলে সুপারি চাষিরা মায়া টিভি প্রতিবেদনে জানায়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি