ডেস্ক নিউজ:-
৩৫২ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইনসহ কুষ্টিয়ার খাজানগর সুবর্ণা অটো রাইস মিল মালিকের ছেলে সুমন আটক। রাতে মাদকসহ পিতা পুত্রকে নিজ বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয়রা। এর আগেও খাজানগর সুবর্ণা অটো রাইস মিল মালিক মোহাম্মদ জিন্নাহ আলীর আরেক ছেলে রাজিব অস্ত্র ও মদক সহ একাধিকবার আটক হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। পরে আইনের ফাঁকফাঁক দিয়ে বেড়িয়ে এসে আবার চালাতে থাকে তাদের অবৈ মদক ব্যবসা। এলাকাবাসীর প্রশ্ন, কালো টাকা ও দলের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চালানো তাদের এই অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা কোন দিনও কি বন্ধ হবে না ??
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি