ডন ডেস্ক:-
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা এলাকায় শুল্ক ছাড়াই চলছে একাধিক কোম্পানির রমরমা বিড়ির ব্যবসা। ফুলে ফেঁপে উঠেছে একটি অসাধু ব্যবসা চক্র। বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। প্রাপ্ত সূত্রে প্রকাশ, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আমদানি করা সাহেব বিড়ি, আজাদ বিড়ি, আলম বিড়ি, লাখি বিড়ি, রংপুর থেকে নিয়ে আসা আজিত বিড়ি ইবি থানা এলাকার একটি অসাধু ব্যবসায়ী স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বাজারজাত করছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিড়িগুলোতে সরকারি কোনো ব্যান্ড রোল বা শুল্ক রোল দেয়া হচ্ছে না। তারা নিজস্ব ব্যান্ড রোল তৈরী করে বিড়ির প্যাকেটে লাগিয়ে বাজারজাত করছে। এতে কোম্পানিগুলো ৫০% লাভবান হচ্ছে। সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব থেকে। কুষ্টিয়ার ভেড়ামারার আলি বিড়ির মালিক রবিউল আওয়াল ঝাউদিয়া সহ বিভিন্ন এলাকায় আরিফুল ইসলাম টিক্কাকে ডিলারশিপ দিয়ে ইবি এলাকার সর্বত্র বাজার জাত করছে। এ সকল ব্যবসায়ীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে।স্থানীয় এক ব্যবসায়ী জানায়,এই বিড়ি কম দামে বিক্রি করা যায় এবং লাভও অধিক হয়। নামপ্রকাশে অনিচ্ছুক ঝাউদিয়া বাজারের একজন ব্যাবসায়ী এই প্রতিবেদককে বলেন,আলী বিড়ি কম দামে টিক্কার কাছ থেকে কিনে দোকানে বেশি দামে বিক্রি করে অনেক লাভ হয়। এই ব্যাপারে আলী বিড়ির ডিলার আারিফুল ইসলাম টিক্কার কাছে ০১৭৭০৬০৭৪৬৩ নাম্বারে কল দিলে তিনি রিসিভ করেন নি। বিষয়টি এলাকার সচেতন মহল আবগারি শুল্ক বিভাগের হস্তক্ষেপ কামনা করেছে।