ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামে পানিতে ডুবে বুধবার সকালে ইয়ানুর নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়ানুর উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মতিনের ছেলে।এলাকার কয়েকজন বাসিন্দা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, তারাপুর গ্রামের নিজ বাড়ির উঠানে শিশু ইয়ানুর সকাল ১০ টার দিকে একাকী খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে সকাল ১১ টার দিকে মৃত অবস্থায় শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্বজনেরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি