নিউজ ডেস্ক:-
পশ্চিম বাংলার অবসরপ্রাপ্ত ডি জি যায়গায় নতুন
ডি জি হিসেবে পশ্চিম বাংলা সরকারের অনুমোদন
ও পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের সিলমোহরে নতুন ডি জি হিসেবে দায়িত্ব পেলেন, ১৯৮৫,সালের, আইপিএস অফিসার শ্রী মনোজ মালবীয় আই পি এস। গত দেড় মাস আগে অবসরপ্রাপ্ত ডিজি শ্রী বীরেন্দ্র তার কাজ থেকে অব্যাহতি নেওয়ার আগে পশ্চিম বাংলা থেকে তিন জন সিনিয়র আই পি এস এর নাম নবান্ন থেকে পশ্চিম বাংলার রাজ্যপালের সই করে কেন্দ্রীয় সরকারের কমিবগ ও প্রশিক্ষণ মন্ত্রালয়ের কাছে অনুমোদন এর জন্য পাঠানো হয়। কিন্তু তার কোন উত্তর না আসাতে পশ্চিম বাংলার রাজ্যপাল ও পশ্চিম বাংলার সরাস্ট্র বিভাগ থেকে শ্রী মনোজ মালবীয় আই পি এস কে নতুন ডি জি হিসেবে দায়িত্ব পালন করার জন্য অনুমোদন দেওয়া হয়। শ্রী মনোজ মালবীয় প্রথম আই পি এস অফিসার হিসেবে বর্তমানে ডায়মন্ড হারবার মহাকুমার এস ডি পি হিসেবে দায়িত্ব পালন করেন। তার পর এডিশনাল এস পি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এবং এ ডি জি আইন শৃঙ্খলা হিসেবে দায়িত্ব পালন করেন। গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে পুলিশ লাইনে কাজ করার জন্য অভিজ্ঞতার আলোকে তিনি সব দিক থেকে এগিয়ে ছিলেন। তাই তার নাম ডি জি হিসেবে নিয়োগের জন্য পাঠানো হয়। এবং শ্রী মনোজ মালবীয় আই পি এস আজ থেকে পশ্চিম বাংলার পুলিশ দিবসের আগেই নিয়োগ দেওয়া হয়।