কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
বারুইপুর মহিলা পুলিশের আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু,
আজ পশ্চিম বাংলার পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু কে মহিলা প্রচার রুখতে দক্ষ ভূমিকা পালন করার জন্য সেরা পুলিশ অফিসার হিসেবে সম্মান প্রদর্শন করেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী বৈভব রেওয়ারী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস ও বারুইপুর জেলা পুলিশের হেডকোয়ার্টার আই বি জনাব মাহমুদ আলম সাহেব সহ বিভিন্ন পদস্থ পুলিশ অফিসার। এই অনুষ্ঠানে বারুইপুর জেলা পুলিশের ওয়াল্ড ভিশন এন জি ও বিশেষ সম্মান প্রদান করা হয়। সেই সঙ্গে বারুইপুর জেলা পুলিশের কিছু অফিসার কে মানবপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য তাদের কে সম্মান জানানো হয়। এর মধ্যে অন্যতম বারুইপুর জেলা পুলিশের মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু গত আমপান ঘূর্ণিঝড় ঝড়ে বিদ্ধস্ত সুন্দর বন এলাকার মানুষ পাশে থেকে তাদেরকে উদ্ধার করার কাজে গিয়েছিলেন এবং তাদের কে ত্রাণ বিতরণ করেন জীবনের ঝুঁকি নিয়ে। সেই সঙ্গে তিনি বারুইপুর জেলায় মহিলা প্রচারকারী দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বহু মহিলা ও নাবালিকা কে রেড লাইট এলাকা থেকে ও নিষিদ্ধ পল্লী থেকে বিক্রি হয়ে যাওয়া মহিলাদের ফিরিয়ে এনেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে বহু মহিলা আজ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সেই কাজের জন্য আজ বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মান দেওয়া হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি